সম্পূর্ণ সরকারী খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত “শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী জিরানী, গাজীপুরে এপ্রিল-জুন/২০২২ সেশনে প্রশিক্ষণার্থী ভর্তির নিমিত্তে বাংলাদেশের যে কোন এলাকার শুধুমাত্র ১৬ হতে ৪০ বছর বয়স সীমার নারীদের অসহায়, দুঃস্থ, সুবিধা বঞ্চিত নারীদের অগ্রাধিকার) নিকট হতে নিমোক্ত শর্তে সাদা কাগজে স্বহস্তে লিখিত/অফিস লিংক হতে সংগৃহীত নির্দিষ্ট ভর্তি ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


দরখাস্ত ভর্তি সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী:

০ প্রার্থীর বয়স ১৬-৪০ বত্সর, নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী অভিভাবকের নাম মোবাঃ নম্বর উল্লেখপূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদন করতে হবে। সকল সনদ, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, প্রশিক্ষণার্থীর কপি ছবি, অভিভাবকের ১কপি ছবি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীদের ভর্তির দিন হতেই হোস্টেলে অবস্থান করতে হবে এবং দিন হতে প্রশিক্ষণ শুরু হবে।

প্রার্থীকে ট্রেড উল্লেখ পূর্ব নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্র

https://ssfmata.blogspot.com লিংক হতে ডাউনলোড করা যাবে

আবেদনপত্র আগামী ০২/০৪/২০১২ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে ই-মেইলে

(academyzirani@yahoo.com) পাঠাতে হবে। ভর্তি পরীক্ষার দিনেও সকাল ১০.০০ ঘটিকার মধ্যে। আবেদন করা যাবে। আবেদনপত্র একাডেমীর প্রধান ফটকের সিকিউরিটি গার্ডরুমে পাওয়া যাবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন এর জন্য নির্ধারিত ফি বাবদ ৪৫০/- টাকা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে (সরকারী বাজেট প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শেষে ৪৫০/- টাকা ফেরত দেয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ দেয়া হবে না। |

সকালে কৃষির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ?

০  প্রশিক্ষণার্থীদেরকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে ( মাস) ক্যাম্পাসের বাইরে অবস্থান করা যাবে না। অসুস্থ (জ্বর, হাচিকাশি)

এবং অন্তঃসত্ত্বা নারীদের না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

প্রশিক্ষণকালীন প্রদেয় সুবিধাদি :

প্রশিক্ষণার্থীদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা ভাতা প্রদান, সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা

রয়েছে

০ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বোর্ড কর্তৃক সনদপত্র প্রদান করা।

 (এনার বরাবর আবেদন করতে হবে)

সুরাইয়া খাতুন

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (মূলপদঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী

মহিলা বিষয়ক অধিদপ্তর, জিরানী, গাজীপুর।


০১৭০১৩৩৪৯৮৫, ০১৭৭৯১৭০৫৪৬

 যোগাযাগো - 01712900078, 01799336913, | 01723158702, 01777574809 01916360566, 01704187874


 শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী ভর্তি ফরম


ভর্তির নিয়মাবলী

১। ভর্তি ফরমে অথবা সাদা কাগজে ভর্তি হতে ইচছুক প্রার্থীকে ট্রেডের নাম, নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্মতারিখ, বয়স, জাতীয়তা ইত্যাদি উল্লেখ করে আবেদন পত্র অফিস চলাকালিন সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শহীদ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী, মহিলা বিষয়ক অধিদপ্তর, জিরানী, গাজীপুর বরাবর দাখিল করতে হবে।

 

২। আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্বের সনদ, আবেদনকারীর সদ্য তোলা (দুই) কপি ছবি, জন্ম নিবন্ধন/এন আইডির ফটোকপি এবং অভিভাবকের (যিনি হোষ্টেলে অবস্থানকালে প্রশিক্ষণার্থীর সাথে সাক্ষাৎ করবেন তার পাসপোর্ট সাইজের (দুই) কপি ছবি জমা দিতে হবে।

 

৩। বাংলাদেশের যেকোন এলাকা বা অঞ্চলের আগ্রহী নারীরা উপরোক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

 

৪। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের সরকারী ব্যবস্থাপনায় বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এছাড়াও আবাসিক প্রশিক্ষণার্থীদের মাসিক ৩০০/- টাকা হারে ভাতা দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

 

৫। প্রশিক্ষণ একাডেমীতে ভর্তি ইচ্ছুক নারীদেরকে শারীরিকভাবে সুস্বাস্থের অধিকারী হতে হবে। কোন ছোয়াচে/সংক্রামক/ অভ্যন্তরীণ মারাত্মক রোগাক্রান্ত নারীদের আবেদন করার প্রয়োজন নেই।

 

৬। প্রশিক্ষণ একাডেমীতে ভর্তির নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে তালাকপ্রাপ্ত/দুঃস্থ অসহায় বিধবা/স্বামী পরিত্যাক্ত নারী/প্রতিবন্ধী(স্বনির্ভর) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবেন।

 

৭। একটি পরিবার হতে একজনের বেশি নির্বাচন করা হবেনা। তবে বিশেষক্ষেত্রে ইহা শিথিলযোগ্য।

 

৮। প্রশিক্ষণ চলাকালীন সময় প্রশিক্ষণার্থীদেরকে একাডেমীর হোস্টেলে সার্বক্ষনিক অবস্থান করতে হবে। হোস্টেলে অবস্থানকালে কোন আত্মীয় স্বজন এবং শিশু সন্তান তার সাথে থাকতে পারবেনা। একমাত্র বৈধ অভিভাবক (যারা ছবি দরখাস্তের সাথে থাকবে) শুক্রবার দিন প্রশিক্ষণার্থীর সাথে দেখা করতে পারবেন। শুক্রবার সাক্ষাতের সময় সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দেখা করা যাবে।

 

৯। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ কেন্দ্র হোস্টেল ত্যাগ করতে পারবে না। প্রশিক্ষণ কালে কোন প্রশিক্ষণার্থী সংশ্লিষ্ট বৈধ অভিভাবক ব্যতিত হোস্টেল ত্যাগ বা একা যাতায়াত করতে পারবে না। তবে বিশেষ ক্ষেত্রে অভিভাবকের লিখিত। আবেদন মঞ্জুর সাপেক্ষে সম্পূর্ণ নিজ দায়িত্বে  একা একা যাতায়াত হোস্টেল ত্যাগ করা যাবে। অভিভাবক বলতে মা, বাবা,  সহদর ভাই বোন বোঝাবে।

 

১০। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত কারিকুলাম রুটিন অনুযায়ী তাত্ত্বিক ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

 

১১। প্রশিক্ষণ একাডেমীতে অবস্থানকালে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত জারীকৃত প্রশিক্ষণ শৃঙ্খলা বিষয়ক বিধিবিধান প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণার্থীদের মেনে চলতে হবে। অন্যথায় কর্তৃপক্ষ শৃঙ্খলাবিধিবিধান ভঙ্গকারী প্রশিক্ষণার্থীদের বিরুদ্ধে বহিষ্কার সহ যেকোন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

 

১২। হোস্টেলে থাকার জন্য শুধু পরিধেয় পোষাক, টুথব্রাস, টুথপেষ্ট, তৈল সাবান, ৩টি নোট খাতা, ৩টি কলম ইত্যাদি সঙ্গে আনতে হবে।

 

১৩। প্রশিক্ষণকালে তাত্ত্বিক ব্যবহারিক চলমান বোর্ড কর্তৃক চূড়ান্ত পরীক্ষা এবং অন্যান্য কার্যকরী আচরণের ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের মেধা তালিকা অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ/সার্টিফিকেট প্রদান করা হবে।

 

১৪। বিস্তারিত যে কোন তথ্যের জন্য মোবাইল নম্বর-০১৭০১-৩৩৪৯৮৫, ০১৭৯৯-৩৩৬৯১৩, ০১৭২৩-১৫৮৭০২, ০১৭১২-৯০০০৭৮, ০১৭৭৭-৫৭৪৮০৯, ০১৭৭৮-৫৯৯৭০৪ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।


ভর্তি ফরম ডাউনলোড করুন

No comments

Powered by Blogger.
.