What is MBR vs GPT in Bangla 2021 | MBR vs GPT which is better 2021| GPT and MBR Partition difference

What is MBR vs GPT in Bangla 2021 MBR vs GPT which is better 2021 GPT and MBR Partition difference


 হার্ডডিক্সের পার্টিশন স্টাইল কি? MBR এবং GPT কি?  


আজকের পোষ্টে আমরা আলোচনা করব MBR এবং GPT পার্টিশন স্টাইল নিয়ে । MBR অথবা GPT কি এবং MBR অথবা GPT কিভাবে কাজ করে, দুটোর মধ্যে পার্থ্ক্য কত খানি এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভাল হবে, তা বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি এই সম্পর্কে জেনে থাকেন, তাহলে বলবো পূণরায় দেখুন আর যদি না জেনে থাকেন, তাহলে অবশ্য।ই আজকের পোষ্টটি আপনার জন্য । 



কারণ এই দুটো বিষয় যদি জানা
 না থাকে, তাহলে উইন্ডোজ 10 সেটআপ করতে আপনার অনেক সমষ্যায় পরতে হবে। যেমন ধরুন আপনার বন্ধুর ল্যাপটপে উইন্ডোজ 10 সেটআপ করার পরেই সেই একই ডিভিডি ডিক্স দিয়ে আপনার ডেক্সটপ কম্পিউটারে উইন্ডোজ 10 সেটআপ করতে গিয়ে  দেখেন এরর মেসেজ দেখাচ্ছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ভাল ভাবে বুঝে যাবেন সমস্যা কোথায়?

 

MBR অথবা GPT কি?

আপনাদের মধ্যে সকলেই জানেন Storage Drive যেমন- SSD, HDD USB সহ যত গুলো স্টোরেজ ডিভাইস আছে, এগুলো ব্যবহার করার জন্য পার্টিশন করতে হয়, ঠিক তখন একটি ফরম্যাট ও পার্টিশন স্টাইল দিতে হয়। যেমন আপনার কাছে একটি হার্ডডিক্স আছে 1000 জিবির। এগুলোকে আপনি ভাগ ভাগ করে 100 জিবির বানাবেন। ঠিক তখন একটি স্টাইল আপনাকে দিতে হবে সেটা হতে পারে MBR অথবা GPT । 


MBR অথবা GPT দুটি একই জিনিস তবে কাজের ক্ষেত্রে অনেক ভিন্নতা রয়েছে। কারণ Windows  তৈরী করার সময় প্রোগ্রামিং করে উইন্ডোজের সাথে পাটিশন স্টাইল যুক্ত করে দেওয়া হয়, Windows টা MBR অথবা GPT কোনটিতে সেটআপ হবে।  যেমনঃ Windows 10 GPT পার্টিশণ স্টাইল ছারা সেটআপ করা যায় না। তবে ছোট একটি সফটওয়্যার দ্বারা MBR মুডে bootable pen drive  বানিয়ে, আপনারা খুব সহজেই MBR পাটিশন স্টাইলে Windows 10 install করতে পারবেন। 


তবে বাজার যে ডিভিডি ডিক্স গুলো পাওয়া যায় তার সব গুলোই কিন্তু GPT মুডে বুটেবল বানানো্। যার ফলে আপনারা সেই ডিভিডি ডিক্স দিয়ে লেটেস্ট ল্যাপটপে Windows 10 সেটআপ রকতে পারেন কিন্তু ডেক্সটপ কম্পিউটারে সেই একই DVD Disk দিয়ে Windows 10  সেটআপ করতে পারে না। সেটআপ করতে গেলেই ইরর মেসেজ দেখায়।


 


MBR অথবা GPT এর ফুল ফরম কি?

MBR- Master Boot Record

GPT- GUID Partition Table (GUID-Global unique identy fire)


এবার আমরা আলোচনা করব MBR অথবা GPT এর মধ্যে পার্থক্য নিয়ে

 

MBR

GPT

1

Name

Master Boot record

GUID Partition Table

2

Storage

2TB

10ZB (1000

3

Partition Limit

4  Primary Partition

Or 3  Primary Partition &

1 Extended Partition 60 Logical

128 Primary Partition

4

Disk details

Single (only beginning)

Double (beginning and end)

5

CRC for backup

No

Yes

6

Speed

Slow

Fast

7

Generation

Old (1983)

New (1990)

8

Bios support

Legacy

UEFI

 


1. Name- প্রথমে রযেছে নাম, সেটা তো আমরা আগেই জেণেছি। MBR-Master Boot record GPT- GUID Partition Table 


2. Storage- তারপরে রয়েছে Storage, MBR-(Master Boot record) পার্টিশন স্টাইলে আপনি সর্বোচ্চ 2 টেরা বাইট সাপোর্ট করে, সেখানে GPT 10 জেটা বাইট সার্পোট করে। যদি আপনার কাছে 2 টেরা বাইট হাডর্ডিক্স থাকে, তাহলে তার পার্টিশন MBR হবে আর যদি 2 টেরা বা্ইটের বেশি হয় তাহলে সেটার পার্টিশণ স্টাইল GPT হবে। এখন প্রশ্ন আসতে পারে 10 জেটা বাইট সমান কত? আমরা যদি 10 জেটা বাইটকে টেরা বা্ইটে কনভার্ট করি। তাহলে আপনারা একটু নরে চরে বসেন। কারণ 100 কোটি টেরা বাইট সমান হচ্ছে 10 জেটা বাইট। আপনারা চাইলে গুগল করতে পারেন 10ZB = Tb লিখে সার্চ করেন্। 


3. Partition Limit- এখন যদি আমরা পার্টিশন করা নিয়ে আলোচন করি, তাহলে MBR এ 4টা প্রাইমারী পার্টিশণ করতে পারবেন। অথবা 3টা প্রাইমারী এবং 1 টা এক্সটেন্ডে পার্টিশন। আবার এক্সটেন্ড পার্টিশনে আপনারা ইচ্ছে করলে যত খুশি তত লজিক্যাল পার্টিশন করতে পারবেন। প্রাইমারী পার্টিশণ হচ্ছে যেখানে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি ও ডাটা জমা রাখতে পারি। তবে এক্সটেন্ড পার্টিশনে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি না তবে ডাটা রাখতে পারি। অন্যদিকে GPT পার্টিশন আমরা 128 টি প্রাইমারী পার্টিশন তৈরী করতে পারি। 


4. Disk details: হার্র্ড ডিক্সে আমাদের পার্টিশনের ডিটেইলস কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। MBR এ একবার লিখা হয় সেটা শুরুতে । কিন্তু GPTতে দুই বার একবার শুরুতে এবং আকেবার শেষে। সে ক্ষেত্রে আমরা বলতে পারি, ডাটার যে সিকিউরিটি আছে সেটা GPTতে অনেকে ভাল কাজ করে MBR এর তুলনায়। 


 5. CRC for backup: এবার আমরা সিআরসি ফাংশন নিয়ে আলোচনা করব। GPT তে CRC Function পাওয়া যায়। কিন্তু MBR এ কোন CRC Function পাওয়া যায় না। CRC এর ফুল হচ্ছে Cyclic Redundancy Check। CRC Function এর কাজটা কি? আমাদের হার্ডডিক্সে যে ডাটা থাকে, তা প্রতিনিয়ত চেক করে দেখা। কখনও কখনও দেখা যায় যে, আমাদের ডাটা অনেক পুরাতন হওয়ার কারণে সেগুলো ক্রপট হয়ে যায়। CRC Function সব সময় ফাইলগুলো চেক করে, কোন প্রকার ফাইলকে ক্রপট হতে দেয় না। আর যদি ক্রপট হয়েও যায়, তাহলে CRC Function অটোমেটিক ভাবে সেই ফাইলগুলোকে রিপেয়ারিং করে দেয় । 


6. Speed: এর পরে আসে স্পীড, GPT র গতি অনেক বেশি MBR এর তুলনায়। কারণ MBR এ যে সমস্যা গুলো ছিলো তার সমাধান করেই্ GPT তৈরী করা হয়েছে। 


7. Generation এর পরে হলো জেনারেশন, 1983 সালে এইবিএম মেশিনে ডস 2.0 এর জন্য MBR পার্টিশন তৈরী করা হয়। এবং 1990 সালে GPT পার্টিশন স্টাইল তৈরী করা হয় 


8. Bios support: এখন আমরা আলোচনা করব BIOS সাপোর্ট নিয়ে। MBR এ legacy Bios দেখা যায়। অন্য দিকে GPT তে UEFI bios সাপোর্ট করে। যদি আপনার Hard disk partition MBR হয়, তাহলে আপনার bios হবে legacy । আর যদি আপনার পার্টিশন স্টাইল হয় GPT তাহলে আপনার বায়োস হবে UEFI। 


এই জন্য আপনাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে, আমাদের হার্ডডিক্স পার্টিশন স্টাইল যদি MBR হয়, তাহলে অবশ্য্ই আমাদের bootable প্নে ড্রাইভকে MBR এ BOOTABLE বানাতে হবে। যদি আমরা GPT মুডে bootable প্নে ড্রাইভ বানিয়ে থাকি। তাহলে উইন্ডোজ সেটআপ করার সময় ইরর ম্যাসেজে দিবে।


ঠিক ওই একই রকম ভাবে আমাদের Hard disk Partition style যদি GPT হয়, তাহলে অবশ্য্ই আমাদের BOOTABLE pen drive কে GPT মুডে bootable বানাতে হবে। যদি আমরা GPT পার্টিশণ স্টাইলের জন্য MBR মুডে bootable প্নে ড্রাইভ বানিয়ে থাকি । তাহলেও উইন্ডোজ সেটআপ করার সময় ইরর ম্যাসেজে দিবে। 


তাই যে স্টাইলে আপনার পার্টিশণ ঠিক সেই মুডে আপনাকে bootable পেন ড্রাইভ বানাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার হার্ডডিক্স পার্টিশণ হয় MBR তাহলে আপনি সেটাকে GPT তে কনভার্ট করতে পারবেন। ঠিক ওই ভাবেই যদি আপনার হার্ডডিক্স পার্টিশণ স্টাইল হয় GPT তাহলে সেটাকে MBR এ কনভার্ট করতে পারবেন্। আশাকরি এবার বুঝতে পেরেছে MBR কি GPT কি? দুটোর মধ্যে কি কি পার্থক্য । লেজেসি BIOS কি , UEFI Bios কি

No comments

Powered by Blogger.
.