Avro Keyboard Bangla Software 4.5.1 Free Download | Download Avro Keyboard

কম্পিউটারে ই্উনিকোডে বাংলা লিখার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অভ্র। অভ্র বাংলা কিবোর্ড দিয়ে আপনারা খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন। সাধারণ বিজয় সফটওয়্যার দিয়ে আপনারা এম এস ওয়ার্ডে, এডোবি ফটোশপে এবং অন্য সব সফটওয়্যারে বাংলা লিখে থাকেন। তবে বিজয় ৫২ নতুন এই ভার্ষনে এখন ইউনিকোডে বাংলা লিখা যায়। তবে অভ্র কিবোর্ড সব সময় ইউনিকোড বাংলা লেখার জন্য এটি ব্যবহার করা হয়েছে।

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


আপনার কম্পিউটারে যদি অভ্র কিবোর্ড লেওয়াট  থাকে। তাহলে খুব সহজেই আপনারা ফেসবুক, টুইটার সহ ইন্টারনেটে অভ্র কীবোর্ড ব্যবহার করতে পারবেন। আর ্কারনে আপনার  ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারে অভ্র কিবোর্ড সেটআপ করা থাকতে হবে। 

আজকের এই পোষ্টে আমরা শিখব কিভাবে অভ্র কিবোর্ড ইনস্টল করতে হয়। যাতে করে আমরা অভ্র কীবোর্ড ব্যবহার করতে পারি। প্রথম যাদের কাছে avro keyboard bangla software 4.5.1 নেই । তারা সকলেই নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পরেই কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপরে ডাউনলোড বাটন আসলে  ওখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন avro keyboard bangla software 4.5.1





ডাউনলোড সম্পূর্ণ হলে একটি SETUP_AVROKEYBOARD_4.5.1 এ দ্রুত ডবল ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনাকে Nest এ ক্লিক করতে হবে। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরের নিচের ছবি দেখতে পাবেন। এখানে আপনাকে I accept the agreement  এ ক্লিক  করতে হবে। তারপরে Next বাটনটি উজ্জল হলে, আপনাকে Nest এ ক্লিক করতে হবে। 


avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে উল্লেখ আছে, আপনি avro keyboard সফটওয়্যারটি কোথায় সেটআপ করবেন। সাধারণত সব ধরনের সফটওয়্যার সি-ড্রাইভে ইনস্টল হয়। তাই আমরা এখানে আর কিছু পরিবর্তন করবো না। যা আছে ঠিক তাই থাকবে। তবে আপনি যদি অন্য কোন ড্রাইভে ইনস্টল করতে চান avro keyboard সফটওয়্যারটি তাহলে Browse এ ক্লিক করে আপনার দেখানো লোকেশন সিলেক্ট করেন। আর যদি না চান তাহলে Nest এ ক্লিক করতে হবে।

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard



Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি দেখতে পাবেন এখানেও আপনাকে 
Nest এ ক্লিক করতে হবে।

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি দেখতে পাবেণ। এখানে যা আছে ঠিক তাই থাকবে। কোন অফশন পরিবর্তন করার দরকার নাই। আপনি 
Nest এ ক্লিক করুন। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি দেখতে পাবেন। avro keyboard  সফটওয়্যারটি কোথায় ইনস্টল হচ্ছে এবং স্টার্ট মেনুতে কি নাম থাকবে, তা সব কিছু এখানে দেখতে পাবেন। তারপরে Nest এ ক্লিক করতে হবে।  

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার সাথে সাথেই অভ্র বাংলা কিবোর্ড ইনস্টল শুরু হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে আপনার অভ্র বাংলা কিবোর্ড ইনস্টল শেষ হবে।
 
avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


অভ্র বাংলা কিবোর্ড ইনস্টল শেষ হওয়ার পরেই আপনি নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে আপনাকে Finish বাটনে ক্লিক করতে হবে।

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


অভ্র বাংলা কিবোর্ড ইনস্টল হওয়ার পরেই কিবোর্ড সেটিং করতে হবে। তাই নিচের মত ছবিটি আসলে এখানে আপনাকে Next এ ক্লিক করতে হবে। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard

Next এ ক্লিক করার পরেই নিচে মত  অপশন আসবে। এখানে উল্লেখ আছে, আপনি F2 দিয়ে পরিবর্তন করবেন নাকি বিজয়ের মত ALT+CTRL+B অভ্র কিবোর্ড লেয়াট পরিবর্তন করবেন। তবে আমার মতে F12 থাকাই ভাল। তারপরে Next এ ক্লিক করতে হবে। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানেও আপনাকে কিছুই করতে হবে না। আপনি 
Next এ ক্লিক করেন। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরেই নিচের মত ছবিটি পাবেন। এখানে আপনাকে দেখানো হচ্ছে যে, বাংলা কথা কিভাবে ইংরেজিতে লিখলে সেটা বাংলা হয়ে যাবে। এখানেও আপনাকে Next এ ক্লিক করতে হবে। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরে নিচের মত ছবিিট দেখতে পাবেন। এখানে আর কোন কাজ নেই। আপনাদের অভ্র কিবোর্ড সেটআপ করা সম্পুর্ন হয়েছে। এখানে আপনাকে Finish এ ক্লিক করতে হবে। 

avro keyboard bangla software 4.5.1 free download | Download Avro Keyboard


Next এ ক্লিক করার পরেই আপনার মনিটরের স্ক্রীনে উপরে দেখতে পাবেন অভ্র বাংলা কিবোর্ড। এখন থেকে আপনি ইন্টারনেটে খুব সহজেই বাংলা লিখতে পারবেন্। আর এই জন্য আপনাকে কিবোর্ড থেকে F12 চাপলে অভ্র কিবোর্ড বাংলা লিখতেপারবেন। আবার পূণরায় F12 চাপলে ইংরেজিতে লিখতে পারবেন। 

আশাকরি শিখতে পেরেছেন কিভাবে অভ্র বাংলা কিবোর্ড ইনস্টল করতে হয় । 


No comments

Powered by Blogger.
.