Text boundaries show many lines in Microsoft Office 2013 ( Problem-solved)
Microsoft Office 2013 টেক্স বাউন্ডারী সমস্যার সমাধান-Text boundaries show many lines
Microsoft Office Word বর্তমান সময়কার সবচেয়ে জনপ্রিয় অফিস প্যাকেজ সফটওয়্যার । আমরা সকলেই কম বেশি Microsoft Office ব্যবহার করে থাকি। অফিসিয়াল যাবতীয় কম্পোজ করার জন্য সবচেয়ে বেষ্ট হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড।
এযাবকাল মাইক্রোসট অফিসের অনেক গুলো ভার্সন বেরিয়েছে। সব গুরো ভার্সণই নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ঠিক সেই রকম ভাবে আবারও বিভিন্ন ধনের সমস্যাও দেখা দিয়েছে। যেমন Microsoft Office 2007 এ যেভাবে টেক্স বাউন্ডারী দেওয়া যায় ঠিক সেই ভাবে কিন্তু Microsoft Office 2013 টেক্স বাউন্ডারী প্রদান করা যায় না।
Microsoft Office 2013 আমরা যখন টেক্স বাউন্ডারী দিয়ে থাকি। তখন দেখা যায় অনেক গুলো লাইন চলে আসে। সাধারনত Microsoft Office 2007 এ যখন আমরা টেক্স বাউন্ডারী ব্যবহার করতাম, ঠিক তখন সেটা পেজের চারিদিকে থাকত। যা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা। কিন্তু Microsoft Office 2013 এ আগের মত টেক্স বাউন্ডারী শো করে না। যার ফলে আমাদের পেজ সেটআপ করলেই বুজি না ঠিক মত পেজ সেটআপ হয়েছে কিনা?
তাই আপনাদের এই সমস্যার সমাধানের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিও টিউটোরিয়াল খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। তাহলে আপনাদের Microsoft Office 2013 এর টেক্স বাউন্ডারীর সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই।
এই কাজটি করতে আপনাদের একটি Normal.dotm ফাইল প্রয়োজন হবে। এই ফাইলটি নিচের ডাউনলেঅড লিংক থেকে ডাউনলোড করে নিবেণ। ফাইলটি ডাউনলোড সম্পন্ন হলে অবশ্যই ভিডিওর সব গুলো কমান্ড খুব ভাল করে ফলো করবেন।
Microsoft Office 2013- Normal.Dotm
Text boundaries show many lines in Microsoft Office 2013-Problem Solved
আমার ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে। তাহলে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিযে রাখবেন। যাতে করে আমি যকণই নতুন নতুন ভিডিও টিউটোরিয়ার তৈরী করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন।
No comments